আমাদের কমিউনিটিতে নতুন? আজই রেজিষ্ট্রেশন করে আমাদের অন্যান্য পরিবারের সদস্য হয়ে যান।
avatar
1 পছন্দ 0 টি অপছন্দ

বাঙালি সংকর জাতি ব্যাখ্যা কর?

উত্তর দেওয়ার জন্য লগইন অথবা একাউন্ট রেজিষ্টার করুন.

2 টি উত্তর

avatar
1 পছন্দ 0 টি অপছন্দ

সংকর জাতি বলতে বুঝায় যে জাতি আরোও কয়েকটি জাতি মিলে গঠিত হয়েছে। বাংলাদেশ একটি সংকর জাতি। এটি চাইলে দুই ভাবে ব্যাখ্যা করা যায়। 

শাসনামলঃ বাংলাদেশ তথা ভারতবর্ষ আদি যুগে সব থেকে সমৃদ্ধ ছিল। মাটির উর্বরতা, ধন-রত্নের ভান্ডার ছিল আমাদের এই মাটি। আর এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন রাজা-বাদশারা, জমিদার, জাতি ইত্যাদি এদেশে বানিজ্য করার জন্য এসেছে। আবার কেউ কেউ বানিজ্য করতে এসে আমাদের দেশকে শাসন ও শোষণ করে গেছে। প্রায় সকল দেশ, সকল জাতি একবার হলেও ভারতবর্ষে এসেছে। তাই প্রায় সকল জাতিরই সংস্কৃতি, ভাষা আমাদের সাথে মিলে আছে। বিভিন্ন জাতির সংস্কৃতি, ভাষা ইত্যাদি মিলে আমাদের বাঙালি সংস্কৃতি পেয়েছি। তাই বলাই যায় বাঙালি একটি সংকর জাতি।

সংস্কৃতিঃ আমরা বাঙালি জাতি ধর্ম,  বর্ণ, জাতি নির্বিশেষে সবাই একসাথে বসবাস করি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আবার চাকমা, মারমা, গারো, সাওতাল ইত্যাদি আরোও নৃগোষ্ঠী একসাথে বাস করি। এতেই বুঝা যায় বাঙালি অনেক জাতির মিশ্রণে গঠিত হয়েছে। তাই বাঙালি একটি সংকর জাতি।

avatar
0 টি পছন্দ 0 টি অপছন্দ

"বাঙালি সংকর জাতি"। কথাটি একটি সমাজতাত্ত্বিক বা সামাজিক পরিবর্তনের ধারণা যা বাংলা ভাষা, সাংস্কৃতিক বৈশিষ্ট্য, এবং ঐতিহ্যবাদের ইতিহাসে বাঙ্গালী জাতির মনে উদ্ভব হয়েছে। এই ধারণা সকল সম্প্রদায়, সমাজ, ও রাজনীতির সাথে সংযুক্ত একটি প্রতিষ্ঠানিক বা অপ্রতিষ্ঠানিকভাবে সাংস্কৃতিক বৈচিত্র্যকে ধারণ করে।

বাঙালি সংকর জাতির বৈশিষ্ট্যগুলো মধ্যে ব্যক্তিগত স্বাধীনতা, সুবিধাবাদ, প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধশীল সাহিত্য, শিক্ষা-ব্যবস্থা, সাংস্কৃতিক আগ্রহ, এবং কৃষির অর্থনৈতিক ভিত্তির অধিকার অর্জনের মতো মহৎ বিষয়গুলো তুলে ধরে। বাঙালি সংকর জাতির প্রধান অংশের মধ্যে সাহিত্য, কলা, সংগীত, নৃত্য, এবং ধর্মীয় উৎসবের অবদানও রয়েছে।
সাহিত্যে, কবি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, শরচ্চন্দ্র চট্টোপাধ্যায়, এবং মণি শাঙ্কর মুখোপাধ্যায় মতো জগতবিখ্যাত সাহিত্যিক জীবনে বাঙালিকে সংকর জাতি হিসেবে সুচনা করে। 
সমাজে, বাঙালি সংকর জাতি পর্যাপ্ত সমাজতাত্ত্বিক প্রবৃদ্ধি এবং শিক্ষার সাথে একটি আদর্শ সমাজ গড়ে তোলার দিকে মানুষকে উৎসাহিত করে। এছাড়াও, তারা সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজের সমস্যা সমাধানে একাধিক ভূমিকা পালন করে থাকে।
সংক্ষেপে বলা হলে, "বাঙালি সংকর জাতি" হলো বাংলা ভাষা, সাংস্কৃতিক ধারণা সবকিছুকে বুকে ধারণ করে সকল বাঙ্গালীদের সামনে এগিয়ে যেতে প্রেরণা যোগায়।

এরকম আরও প্রশ্ন

0 টি পছন্দ 0 টি অপছন্দ
১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব ব্যাখ্যা কর?
0 টি পছন্দ 0 টি অপছন্দ
ভাষা আন্দোলনের পটভূমি ব্যাখ্যা কর?
0 টি পছন্দ 0 টি অপছন্দ
বিদ্রোহী কবিতা ব্যাখ্যা কর?
0 টি পছন্দ 0 টি অপছন্দ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা কর?
0 টি পছন্দ 0 টি অপছন্দ
লা শাতেলিয়ার নীতি ব্যাখ্যা কর?

250 টি প্রশ্ন

241 টি উত্তর

1 টি মন্তব্য

7 জন সদস্য

অন্যান্য ওয়েবসাইট একটি অনলাইন ভিত্তিক প্রশ্ন-উত্তর পরিবার বা কমিউনিটি। এখানে আপনি আপনার মনের মতো যেকোনো প্রশ্ন করে অন্যান্য প্রশ্ন-উত্তর পরিবারের অন্য সদস্যদের থেকে উত্তর পেতে পারেন এবং পাশাপাশি অন্যের করা প্রশ্নে উত্তরও দিতে পারবেন। একে অন্যকে সাহায্য করে এভাবেই এগিয়ে যাচ্ছে আমাদের পরিবার। আমাদের এই প্রশ্ন-উত্তর পরিবারে যুক্ত হতে আজই রেজিষ্ট্রেশন করুন।
1 Online Users
0 Member 1 Guest
Today Visits : 1
Yesterday Visits : 963
Total Visits : 21343

Most popular questions within the last 7 days

...