সংকর জাতি বলতে বুঝায় যে জাতি আরোও কয়েকটি জাতি মিলে গঠিত হয়েছে। বাংলাদেশ একটি সংকর জাতি। এটি চাইলে দুই ভাবে ব্যাখ্যা করা যায়।
শাসনামলঃ বাংলাদেশ তথা ভারতবর্ষ আদি যুগে সব থেকে সমৃদ্ধ ছিল। মাটির উর্বরতা, ধন-রত্নের ভান্ডার ছিল আমাদের এই মাটি। আর এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন রাজা-বাদশারা, জমিদার, জাতি ইত্যাদি এদেশে বানিজ্য করার জন্য এসেছে। আবার কেউ কেউ বানিজ্য করতে এসে আমাদের দেশকে শাসন ও শোষণ করে গেছে। প্রায় সকল দেশ, সকল জাতি একবার হলেও ভারতবর্ষে এসেছে। তাই প্রায় সকল জাতিরই সংস্কৃতি, ভাষা আমাদের সাথে মিলে আছে। বিভিন্ন জাতির সংস্কৃতি, ভাষা ইত্যাদি মিলে আমাদের বাঙালি সংস্কৃতি পেয়েছি। তাই বলাই যায় বাঙালি একটি সংকর জাতি।
সংস্কৃতিঃ আমরা বাঙালি জাতি ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবাই একসাথে বসবাস করি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আবার চাকমা, মারমা, গারো, সাওতাল ইত্যাদি আরোও নৃগোষ্ঠী একসাথে বাস করি। এতেই বুঝা যায় বাঙালি অনেক জাতির মিশ্রণে গঠিত হয়েছে। তাই বাঙালি একটি সংকর জাতি।