হুম অবশ্যই! আপনার ভালোবাসা প্রকাশই পাবে আপনার রোমান্টিকতার মধ্য দিয়ে। রোমান্টিকতা আর ভালোবাসাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই। তবে আপনি যদি একটা ছেলে বা মেয়েকে টিজ, বেয়াদবি বা রেপ করেন সেখানেও কি আপনার বহিঃপ্রকাশকে রোমান্টিকতা বলতে পারবেন? না!!! এটা আপনার আকাঙ্খা মাত্র! এখানে ভালোবাসা নেই বরং আছে অনৈতিক চাহিদা। ভালোবাসা অনেক পবিত্র জিনিস। শূধু ভালোবাসা নয় বরং আমরা যেসব মন থেকে ফিল করতে পারি সেসবই হচ্ছে পবিত্র কিন্তু আমরাই সেগুলোকে অপবিত্র বানাই নিজেদের প্রয়োজনে।